Command Palette

Search for a command to run...

TamalAnwar
তমাল আনোয়ার চৌধুরী
·3 min read

কি শিখবো, এর চেয়ে বেশি জরূরী হল, কেন শিখবো

কি শিখবো, এর চেয়ে বেশি জরূরী হল, কেন শিখবো

HTML, CSS, Python শিখছ ভাল কথা, কিন্তু তুমি কি বলতে পারবে কেন শিখছ?

"টেক স্কিল গুলো ভবিষ্যতে কাজে দিবে"

-ভুল!

"এগুলো দিয়ে আমি টাকা ইনকাম করতে পারি?"

-ভুল!

"এগুলো ট্রেন্ডিং"

-ভুল!

কয়েকদিন আগেই কয়েকজন বিগিনারদের সাথে কথা হচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম তোমরা কি শিখছো, কতদূর এবং কেন শিখছো?

তারা যখন এই কেন বা Why এর কোন উপযুক্ত উত্তর দিতে পারছিলো না, তখন তাদেরকে বুঝিয়ে বললাম যে যদি তোমার শিখার পিছনে যথার্থ কারন না থাকে, তাহলে তুমি কেবল শিখতেই থাকবে; এই শিখার কোনদিন শেষ হবে না আর স্কিলটাকে কখনো কাজেও লাগাতে পারবে না।

আমি যখন NodeJS শিখছিলাম, আমার কারনটা ছিল আমি একটা সোশাল নেটওয়ার্ক বানাতে চেয়েছিলাম। তাই এটা শিখার পর সাথে সাথেই আমি কাজে লেগে পড়লাম। সোশাল নেটওয়ার্ক বানানোর সময় আমি আরো অনেক প্র্যাক্টিকাল জিনিস জানতে পেরেছিলাম যেটা টিউটোরিয়াল ফলো করে কখনোই জানতে পারতাম না।

যখন উপদেশগুলো দিচ্ছিলাম, তখন বুঝতে পারলাম যে এই উপদেশটা আমার লাইফের অন্যান্য ক্ষেত্রেও প্রযোজ্য।

আমি সারাজীবন জিম করতে চেয়েও লেগে থাকতে পারি নাই। জিম করার কারন ছিল যে ফিটনেসটা ইম্পরটেন্ট; শরীরের যত্ন নেওয়া দরকার।

ফিটনেসটা ইম্পরটেন্ট, এই কারনটা কি তোমার "টেক স্কিল এর ভাল ফিউচার আছে" এটার সাথে মিলে যায় না?

এই অনির্দিষ্ট লক্ষের কারনে আমরা এইটাতে সিরিয়াস হতে পারি না। তাই আমাদের একটা Tangible Goal দরকার। এমন একটা Goal যেটা একটা নির্দিষ্ট সময়ের ভিতর অর্জন করে ফেলা যায়।

জিম করার একটা ভাল লক্ষ হতে পারে, আমি হাফ ম্যারাথন দৌড়াবো; আমি বক্সিং টুর্নামেন্টে অংশ নিব; অথবা এই খেলাটাতে লিগ পর্যায়ে খেলবো।

ঠিক তেমনি, প্রোগ্রামিং এর গোল হতে পারে, আমি আমার স্কুলের জন্য একটা এন্ড্রয়েড এপ বানাবো; আমি আমার দোকানের জন্য একটা ওয়েবসাইট বানাবো; আমি কিছু ম্যানুয়াল ডেটাকে অটোমেট করবো।

এর ফলে তুমি সেইসব জিনিসেই মনযোগ দিবে যেগুলো শিখলে তুমি দ্রুত তোমার লক্ষ অর্জন করতে পারবে।

তাই ঘন্টার পর ঘন্টা টিউটোরিয়াল দেখার আগে, ১০ মিনিট একটু চিন্তা কর...

কেন?

Comments

  • Type and hit enter to post comment
  • For multiline comments, use Shift + Enter
  • You can use markdown syntax for formatting

Cookie Consent

We use cookies to enhance your browsing experience and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.