Command Palette

Search for a command to run...

coderdaiyan
Abdallah Daiyan
·2 min read

ডিজাইন রিসোর্সের ফর ডেভেলপারস !

হ্যালো ডেভেলপারস! 👋👋
আজকে কথা বলব অনেক ইন্টারেস্টিং একটা জিনিস নিয়ে 😀 । আমরা অনেক সময় আমাদের ওয়েব পেজ ডিজাইন করতে গিয়ে অনেক ধরনের বিভিন্ন শেপ এর দরকার হয় ,অথবা কার্ভড ব্যাকগ্রাউন্ড দরকার হয়, বিভিন্ন ধরনের SVG ইউজ করতে হয় । সেগুলো ইউজ করার জন্য দারুন কিছু রিসোর্স আজকে আমি শেয়ার করব ।

তো চলুন শুরু করা যাক !

১. https://getwaves.io/
বিভিন্ন জায়গায় দেখেন যে কার্ভড ব্যাকগ্রাউন্ড ইউজ করা হয় । সেগুলোর জন্য এটি হলো একেবারে বেস্ট চয়েজ ! এখানে আপনি বিভিন্ন ভাবে রঙ, ঢেউ চেঞ্জ করে অনেক ভাবে কাস্টমাইজ করতে পারবেন ।

২. https://www.blobmaker.app/
মাঝেমধ্যে বিভিন্ন ধরনের আকার আকৃতির শেপ দরকার হয় আমাদের, বিভিন্ন ধরনের আঁকাবাঁকা যে শেপ গুলো দরকার হয় ওগুলো আপনারা খুব সহজে এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন । এজন্য আমরা এই সাইট টি ইউজ করতে পারি ।

৩. https://app.haikei.app/
এতক্ষন যেগুলো বললাম ওগুলো সব মিলায়ে হলো এই ওয়েবসাইট । এখানে আপনি অনেক ধরনের ব্লার ব্যাকগ্রাউন্ড, পলি গ্রিড এছাড়া বিভিন্ন ধরনের ওয়েভস ক্রিয়েট করতে পারবেন ।

  1. https://undraw.co/illustrations
    আপনারা যারা ইলাস্ট্রেশন খুজছেন, তাদের জন্য আমার মনে হয় না এর থেকে ভালো ওয়েবসাইট আর আছে ।

  2. https://gradienta.io/editor
    যারা গ্রেডিয়েন্ট বানাতে পারেন না তাদের জন্য বেস্ট সাইট হবে এটি । মজার বিষয় হচ্ছে এটি ডেভেলপ করেছেন আমাদের কমিউনিটির সবার প্রিয় জুনায়েদ ভাইয়া । তাকে ধন্যবাদ এই সুন্দর জিনিসটা বানানোর জন্য ।

আশা করি আমার আজকের শেয়ার করা রিসোর্স গুলো আপনাদের কাজে আসবে । সবার জন্য শুভকামনা ❤

হ্যাপি কোডিং !

Comments

  • Type and hit enter to post comment
  • For multiline comments, use Shift + Enter
  • You can use markdown syntax for formatting

Cookie Consent

We use cookies to enhance your browsing experience and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.