Command Palette

Search for a command to run...

Next.js বা MERN প্রজেক্ট ডিপ্লয় করতে VPS প্রয়োজন কেন?
foxnode
FoxNode Official
·3 min read

Next.js বা MERN প্রজেক্ট ডিপ্লয় করতে VPS প্রয়োজন কেন?

বর্তমান ওয়েব ডেভেলপমেন্টে Next.js ও MERN (MongoDB, Express.js, React.js, Node.js) স্ট্যাক খুবই জনপ্রিয়। কিন্তু আমরা অনেক সময় দেখি, প্রজেক্ট তৈরি করার পর সেটিকে অনলাইনে লাইভ করতে গেলে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যার অন্যতম সমাধান হচ্ছে VPS (Virtual Private Server)। এই পোস্টে আমরা জানবো কেন Next.js বা MERN অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে VPS প্রয়োজন হয় এবং FoxNode.cloud থেকে VPS কেনার সুবিধাগুলো।

✅ ১. ফ্রি হোস্টিং প্ল্যাটফর্মের সীমাবদ্ধতা অনেক ডেভেলপার শুরুতে Vercel, Render, Cyclic, Netlify বা Railway-এর মত ফ্রি প্ল্যাটফর্ম ব্যবহার করেন। কিন্তু এদের আছে কিছু সীমাবদ্ধতা:

ইনঅ্যাক্টিভ হলে অ্যাপ ঘুমিয়ে যায় (sleep mode)

ডেটাবেস সংযোগে সমস্যা

কাস্টমাইজেশন বা প্রফেশনাল কনফিগারেশনের সীমাবদ্ধতা

ব্যাকএন্ড ও ফ্রন্টএন্ড আলাদা হোস্ট করতে হয়

VPS ব্যবহার করলে আপনি পুরো সার্ভার আপনার নিয়ন্ত্রণে রাখতে পারেন এবং সবকিছু একসাথে হোস্ট করতে পারেন।

✅ ২. ডেটাবেস ও ব্যাকএন্ড হোস্টিং একসাথে করা যায় MERN স্ট্যাক প্রজেক্টে MongoDB ও Node.js ব্যাকএন্ড থাকতে হয়। এসব কনফিগারেশন সাধারণ শেয়ার্ড হোস্টিং বা ফ্রি হোস্টিং প্ল্যাটফর্মে ভালোভাবে চলে না। VPS ব্যবহার করলে আপনি নিজে MongoDB, Node.js, Nginx ইত্যাদি ইন্সটল করে ফুল কাস্টমাইজ করা সার্ভার তৈরি করতে পারবেন।

✅ ৩. পারফরম্যান্স ও স্কেলিং VPS মানে হচ্ছে আপনার নিজস্ব একটি ভার্চুয়াল সার্ভার যেখানে CPU, RAM ও Disk পুরোপুরি আপনার প্রোজেক্টের জন্য ডেডিকেটেড থাকে। এতে আপনার অ্যাপ ফাস্ট লোড হয়, এবং যখন দরকার তখন রিসোর্স আপগ্রেডও করতে পারেন।

✅ ৪. SSH ও ডিপ কনফিগারেশন সুবিধা VPS ব্যবহার করলে আপনি SSH দিয়ে সরাসরি সার্ভারে লগইন করতে পারবেন। এতে:

আপনি আপনার মত করে সার্ভার কনফিগার করতে পারবেন

PM2 বা Docker ব্যবহার করে অ্যাপ রান করাতে পারবেন

ফায়ারওয়াল, SSL, Nginx রিভার্স প্রক্সি কনফিগার করা যায়

✅ ৫. প্রফেশনাল প্রজেক্টে ক্লায়েন্টদের বিশ্বাসযোগ্যতা ক্লায়েন্ট যখন দেখে আপনি আপনার নিজস্ব VPS এ হোস্ট করছেন, তখন তারা আপনার দক্ষতা ও প্রফেশনালিজমে আরও বেশি বিশ্বাস করে। ফ্রিল্যান্সিং বা এজেন্সি লেভেলের প্রজেক্টে VPS দারুন ইম্প্রেশন ফেলে।

✅ VPS কোথা থেকে কিনবেন? আপনি যদি বাংলাদেশ থেকে কম দামে এবং ভালো পারফরম্যান্সের VPS খুঁজে থাকেন, তাহলে FoxNode.cloud হতে পারে আপনার সেরা পছন্দ।

🎯 FoxNode VPS-এর সুবিধা: 🇧🇩 BDIX কানেকশনসহ লোকাল VPS

⚡ Forex / RDP / KVM Linux VPS সাপোর্ট

💰 শুরু মাত্র ২৯৮ টাকা থেকে

🔐 ফুল রুট এক্সেস ও প্রাইভেট কন্ট্রোল

☁️ ২৪/৭ সাপোর্ট ও লাইভ চ্যাট সিস্টেম

✅ উপসংহার Next.js বা MERN প্রজেক্ট প্রফেশনালি ডিপ্লয় করতে VPS একটি অপরিহার্য মাধ্যম। ফ্রি হোস্টিং প্ল্যাটফর্মে কিছু দিনের জন্য কাজ চললেও, লং-টার্ম বা প্রফেশনাল প্রজেক্টের জন্য VPS বেস্ট সলিউশন। আপনার প্রজেক্টের জন্য নির্ভরযোগ্য ও পারফর্ম্যান্স-সমৃদ্ধ VPS পেতে এখনই ভিজিট করুন FoxNode.cloud

Comments

  • Type and hit enter to post comment
  • For multiline comments, use Shift + Enter
  • You can use markdown syntax for formatting

Cookie Consent

We use cookies to enhance your browsing experience and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.

Next.js বা MERN প্রজেক্ট ডিপ্লয় করতে VPS প্রয়োজন কেন? | TechDiary