ওয়েবসাইটের লোডিং স্পীড কেন গুরুত্বপূর্ণ? যে কোন ওয়েবসাইটের জন্য সাইটের লোডিং স্পীড খুবই গুরুত্বপূর্ণ। কেননা এটার উপর আপনার সাইটের র্যাংকিং অনেকাংশে নির্ভর করে। গুগল এলগরিদম অনুসারে র্যাংকিং এর জন্য সাইটের স্পীড একটি ভাইটাল ইস্যু। একটি ওয়েবসাইটের লোডিং স্পীড কেন গুরুত্বপূর্ণ? ওয়েবসাইট দ্রুত লোড না হলে কি অসুবিধা হয়? ওয়েবসাইট লোডিং স্পীড কম হলে করণীয় কি? ওয়েবসাইটের লোডিং স্পীড কেন গুরুত্বপূর্ণ? ওয়েবসাইট দ্রুত লোড না হলে কি কি সমস্যা হয়? ওয়েবসাইটের স্পীড স্কোর যাচাই কিভাবে করবো? যে ৭ টি কারণে ওয়েবসাইটের লোডিং স্পীড কমে যায় নিম্ন মানের হোস্টিং ব্যবহার করা ওয়েবসাইট ইউজার-ফ্রেন্ডলি(Responsive) না হওয়া Unoptimized Image ব্যবহার করা অপ্রয়োজনীয় প্লাগিন রাখা থিমের কোড এ ভুল থাকা CSS ও JavaScript Optimized না থাকা অতিরিক্ত Ads এর ব্যবহার ওয়েবসাইটের লোডিং স্পীড কম হবার আরো কিছু কারণ https://www.techbanglainfo.com/2021/12/website-speed-optimization-slow-loading-issues.html