Command Palette

Search for a command to run...

WWW2 বা WWW3 কি?
mhasan
Mahmudul Hasan
·3 min read

WWW2 বা WWW3 কি?

WWW2 বা WWW3 এর আগে WWW সম্পর্কে জেনে নেওয়া যাক, যদিও সবাই কমবেশি টুকটাক জানেন। তারপরেও WWW2 বা 3 সম্পর্কে জানতে হলে আগে WWW সম্পর্কে জানতে হবে। WWW হলো World Wide Web যেটা বার্নাস ভাই ১৯৮৯ সালে উদ্ভাবন করেছিলেন।

বাই দ্য ওয়ে, একটু জেনে নেওয়া যাক WWW আর ইন্টারনেট কিন্ত একি জিনিস না। WWW হলো ওয়েব সাইটের কন্টেন্ট যেমনঃ টেক্স, ইমেজ, ভিডিও, যেগুলো আমরা একটা ওয়েব সাইটে দেখি আরকি। আর অন্যদিকে Internet মানে হলো গ্লোবাল ইন্টারকানেক্টেড ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো, সহজ কথায় গ্লোবালি লাখ কোটি কম্পিউটার একটা আরেকটার সাথে ইন্টারকানেক্ট হয়ে WWW এর কন্টেন্ট মিলিত হয়েই মূলত আমাদের এই ডাটা আর তথ্যের মহাজগত।

তবে WWW নামটা খুব একটা গুরুত্ব বহন করে না, যদিনা বড় কোন কোম্পানি বা ওয়েবসাইট, যাদের প্রচুর ডাটা বা ভিজিটর থাকে। WWW নামটা মূলত সাইটের হোস্টনেমকে চিনাতে বুঝানো হয়, যেমন সাইটের নামের আগে FTP দিয়ে বুঝায় এটা হচ্ছে File Server আবার mail দিয়ে বুঝায় এটা হইলো মেইল সার্ভার, যেমনঃ mail.domain.com এরকম আরকি।

বার্নাস ভাই উদ্ভাবনের পর থেকে ডোমেইনের নামের সাথে WWW জুড়ে দেওয়াটা একটা কনভেনশন ছাড়া আর কিছুই না। এটার কোন টেকনিক্যাল ইস্যু না যে, নামের সাথে WWW না থাকলে মেবি সমস্যা হবে, আসলে না কোন সমস্যা নেই। ডেভেলপাররা ওই WWW ছাড়াই ওয়েব সাইট হোস্টিং এর সাথে পয়েন্টিং করতে পারতেছেন বা ব্রাউজারে দেখাতে পারতেছেন ইত্যাদি।

তাহলে বড় প্রশ্ন চলে আসলো, WWW2 তাহলে কি তেমন গুরুত্ব বহন করে বা এরকম লিংক যে আমরা দেখি এটা কোন সমস্যা নাতো ইত্যাদি!

WWW2 বা WWW3 বা WWW{number} যুক্ত সাইট আমরা দেখি কয়েকটি কারনে, এর মধ্যে লোড ব্যালেন্সিং, মূল হোস্টিং সার্ভার ক্রাশ খাওয়ানোর কারনে WWW2 বা WWW3 বা WWW{number}তে রিডাইরেক্ট করা বা মূল হোস্টিং সার্ভার যদি মেইনটেইনেন্স মুডে থাকে তখন ভিজিটরদের এই WWW2 বা WWW3 হোস্ট সার্ভারগুলোতে রিডাইরেক্ট করে দেয়।

একটা বড় ওয়েব সাইটের (বেশিরভাগক্ষেত্রেই) যখন মাল্টিপল সার্ভার থাকে এবং মূল সার্ভারের ফটোকপি বাকি সার্ভারগুলোতে থাকে এবং যখন মূল সার্ভারে যখন কোন বেশি চাপ পরে (মানে বেশি ভিজিটর হিট হয়) তখন ডেভেলপাররা লোড ব্যালেন্সিং কাজে লাগিয়ে WWW2 বা WWW3 তে ভিজিটিরদের সরিয়ে নিতে পারেন। যত বেশি ভিজিটরের চাপ পড়বে তত বেশি WWW এর পাশে সংখ্যা বাড়তে পারে।

তাহলে প্রশ্ন আসতে পারে, ফেজবুক তো কখনো এরকম সিস্টেম ব্যবহার করেনা ভিজিটরের চাপ সামলাতে বা লোড ব্যালেন্সিং করতে। তাহলে ফেজবুক নিশ্চয় অন্য পন্থা অবলম্বন করে যেটা WWW2 বা WWW3 ব্যবহার করা কোম্পানিগুলো পারে না। কি হতে পারে সে টেকনিক? জানলে কমেন্টে জানাতে পারেন বা অপেক্ষা করতে হবে নেক্সট পোষ্টের জন্য 😀

Comments

  • Type and hit enter to post comment
  • For multiline comments, use Shift + Enter
  • You can use markdown syntax for formatting

Cookie Consent

We use cookies to enhance your browsing experience and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.