Command Palette

Search for a command to run...

ফ্লাটারের নাড়িভুঁড়ি — পর্ব ১
tusharhow
Tushar R Ahmed
·2 min read

ফ্লাটারের নাড়িভুঁড়ি — পর্ব ১

ফ্লাটার গুগলের তৈরী Mobile Application Development Framework । এটি সিংঙ্গেল কোড বেইসড তার মানে হচ্ছে আপনি একই কোডে Android, iOS, Windows, Linux, Web এর জন্য মোবাইল অ্যাপ্লিকেশন তৈরী করতে পারবেন। এর ফলে নতুন কোন প্লাটফর্ম এর জন্য এপ্লিকেশন বানাতে গেলে আবার সেই টেকনোলজি অনুযায়ী কোড করতে হবে না। পুরনো কোড ই প্লাটফর্ম অনুযায়ী কনভার্ট করে নিতে পাড়বেন। ফ্লাটার দিয়ে তৈরী মোবাইল অ্যাপগুলো Ionic, React Native, Xamarin এর মত Hybrid app নয় ফ্লাটার দিয়ে অ্যাপগুলো হয় সম্পূর্ণ Native অ্যাপ তাই এর পারফরমেন্স অসাধারণ। ফ্লাটার দিয়ে বানানো আমার একটি এপ্লিকেশন দেখতে পারেন Flutter Bangla.

ফ্লাটার দিয়ে কিভাবে অ্যাপ ডেভেলপমেন্ট শুরু করবেন?

১. অ্যান্ড্রয়েড এসডিকে ডাউনলোড করে নিন। আপনি অলরেডি জাভাতে নেটিভ অ্যাপ ডেভেলপমেন্টের সাথে জড়িত থাকলে অ্যান্ড্রয়েড এসডিকে সহ সব কিছু সেটাপ করা থাকবে।

২. এখন ফ্লাটার এসডিকে ডাউনলোড করুন এবং তা C drive এর রুটে রাখুন এরপর Environment variable এর path এ C:\flutter\bin এটি যুক্ত করুন।

৩. অ্যান্ড্রয়েড স্টুডিও থাকলে তো ভাল না থাকলে VS code editor ডাউনলোড করে ইনস্টল করে নিন।

এসব করা শেষ হলে টার্মিনাল খুলে লিখুন ‌‌flutter doctor দেখবেন আপনার সবকিছু সঠিকভাবে সেটাপ হয়েছে কিনা তা দেখতে পারবেন। আজ এই পর্যন্ত পরবর্তীতে আবার লিখব।

লিখায় অনিচ্ছাকৃত ভূল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Comments

  • Type and hit enter to post comment
  • For multiline comments, use Shift + Enter
  • You can use markdown syntax for formatting

Cookie Consent

We use cookies to enhance your browsing experience and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.