Go programming language
arifrahman019234eozy
Arif Rahman
·1 min read

Go programming language

গো একটি প্রোগ্রামিং ভাষা যেটি ২০০৭ সালে গুগলে ডেভেলপ করা হয়। এটি স্ট্যাটিক টাইপড ল্যাঙ্গুয়েজ যার সিনট্যাক্স সি প্রোগ্রামিং এর মত । এটিতে গ্যারবেজ কালেকশন , টাইপ সেফটি , ডাইন্যামিক টাইপিং ক্যাপাবিলিটি , সিএসপি ধরনের কনকারেন্সি, বড় লাইব্রেরী রয়েছে । গুগলের তিনজন কর্মকর্তা রবার্ট গ্রিসেমার, রব পাইক এবং কেন থম্পসন একত্রে এই ভাষাটি নির্মাণ করেন। এর সোর্স কোড ২০০৯ সালে উন্মুক্ত করে দেওয়া হয় । জাভা এবং সি এর মত প্রতিষ্ঠিত ল্যাংগুয়েজ এর তুলনায় এর সোর্স কোড সহজবোধগম্য এবং দ্রুত কার্যকারী । এটিকে এমনভাবে বানানো হয় যাতে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি Linux, OS X, Windows, এছাড়াও BSD এবং Unix এর কিছু ভার্শন এ চলতে পারে । এমনকি ২০১৫ সাল থেকে এটি স্মার্টফোন এও ব্যবহারযোগ্য হয় । বিবিসি , সাউন্ড ক্লাউড , ফেসবুক এর মত বড় বড় ওয়েবসাইটে গুগল গো এর ব্যবহার দেখা যায় ।

গো কেন জনপ্রিয় হয়ে উঠছে?

আমার মতে গো-এর দ্রুত জনপ্রিয় হওয়ার পেছনের কারণগুলো হচ্ছে – – এটি বেশ সহজ-সরল ভাষা। নতুনদের শিখতে খুব একটা সমস্যা হয় না। আর যারা সি কিংবা অন্য প্রোগ্রামিং ভাষায় কাজ করেছে, তাদের জন্য এটি শেখা আরো সহজ। – অনেক প্রোগ্রামিং ভাষার তুলনায় গো বেশ দ্রুতগতির। – গো-তে কনকারেন্সি (concurrency) নিয়ে কাজ করা সহজ। তাই খুব বেশি জটিলতা ছাড়াই অনেক বেশি রিকোয়েস্ট হ্যান্ডেল করা যায়। কেন গো শিখব? গো হ'ল স্ট্যাটিকালি টাইপড, সংকলিত ভাষার দক্ষতা এবং সুরক্ষার সাথে একটি ব্যাখ্যা করা, গতিময় টাইপ করা ভাষার প্রোগ্রামিংয়ের স্বাচ্ছন্দ্যের একত্রিত করার চেষ্টা। এটি নেটওর্কেড এবং মাল্টিকোর কম্পিউটিংয়ের জন্য সমর্থন সহ আধুনিক হওয়ার লক্ষ্য রাখে। পরিশেষে, গোয়ের সাথে কাজ করা দ্রুত হওয়া উচিত: একক কম্পিউটারে একটি বৃহত্তর এক্সিকিউটেবল তৈরি করতে এটি বেশ কয়েক সেকেন্ড সময় নেয়। এই লক্ষ্যগুলি পূরণের জন্য বেশ কয়েকটি ভাষাগত ইস্যু মোকাবেলার প্রয়োজন: একটি এক্সপ্রেশনিভ কিন্তু লাইটওয়েট টাইপ সিস্টেম; সম্মতি এবং আবর্জনা সংগ্রহ; অনমনীয় নির্ভরতা নির্দিষ্টকরণ; ইত্যাদি। এগুলি গ্রন্থাগার বা সরঞ্জামগুলির দ্বারা ভালভাবে সম্বোধন করা যায় না; একটি নতুন ভাষার জন্য বলা হয়েছিল। "

--- গো পাইথন ও জাভাস্ক্রিপ্ট এর থেকে অনেক বেশি দ্রূত কাজ করে।

গো বনাম পাইথন

গো বনাম নোড জেএছ

ভাষার ডিজাইন

গো (প্রোগ্রামিং ভাষা)' একটি ওপেন সোর্স সফটওয়্যার এবং এটি তৈরির সময় সকল প্লাটফরম যেমন লিনাক্স,ম্যাক ওএস,মাইক্রোসফট উইন্ডোজ এর কথা মাথায় রাখা হয় ।
গো তে হ্যালো ওয়ার্লড এর প্রোগ্রামের ধরন নিচের মতন ।

package main
import "fmt"
func main() {
fmt.Printf("Hello, world")
}

প্রোগ্রাম রান করানো

গো এর অফিশিয়াল সাইট থেকে ঘুরে আসতে পারেন। উইন্ডোজ লিনাক্স ম্যাক এর জন্য ১.৭ রিলিজ রয়েছে , ওয়েব ও কোড রান করাতে পারবেন । চাইলে আমাদের লোকাল মেশিনেও এই ট্যুর রান করতে পারি । সেক্ষেত্রে আমাদের ইন্টারনেটে কানেক্টেড না থাকলেও চলবে । লোকাল মেশিনে রান করায়, আমাদের কোডও দ্রুত কম্পাইল হবে এবং আমরা দ্রুত রেসপন্স পাবো । অফলাইনে এই ট্যুর রান করার দুটো উপায় আছে -

  • আপনি যদি গো এর অফিশিয়াল কোন বাইনারী ইনস্টল করে থাকেন, তাহলে এই কমান্ডটি রান করলেই হবে - $ go tool tour
  • তবে আপনি যদি কোন প্যাকেজ ম্যানেজার বা অন্য কোন সোর্স থেকে ইনস্টল করে থাকেন তবে বাই ডিফল্ট ট্যুর ইন্সটল করা নাও থাকতে পারে । এক্ষেত্রে আমরা ভার্সন কন্ট্রোল থেকে খুব সহজেই ইন্সটল করে নিতে পারি - $ go get golang.org/x/tour/gotour এরপর এই ট্যুর রান করার জন্য এই কমান্ডটি রান করলেই চলবে - $ gotour (আলাদা ভাবে ইন্সটল করলে $ go tool tour কমান্ড কাজ করবে না আর অবশ্যই আপনার গো পাথ এর bin ডিরেক্টরী সিস্টেম পাথে ইনক্লুডেড থাকতে হবে)

নতুন একটি প্রোগ্রামিং ভাষা কেন?

গুগল মনে করে বর্তমানে প্রচলিত প্রোগ্রামিং ভাষাগুলো তাদের উপযোগিতার সীমা প্রায় পূর্ণ করে এনেছে। সোজা কথা হল, এদের আর নতুন কিছু দেয়ার নেই। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ও বিখ্যাত যে ভাষাগুলো প্রচলিত আছে (যেমন সি, সি++, জাভা, সি#) সেগুলো প্রায় একই ধরনের সিনট্যাক্স কাঠামোকে ভিত্তি করে প্রতিষ্ঠিত। এসব প্রোগ্রামিং ভাষাকে আপডেট করা বা এগুলোতে নতুন বৈশিষ্ট্য যোগ করার মানে হল, এদের লাইব্রেরিকেই শক্তিশালী ও বিস্তৃত করা, মূল ল্যাংগুয়েজের কাঠামোতে কিন্তু কোনো মৌলিক পরিবর্তন আনা হচ্ছে না। এ কারণে এ জায়গাটাতে গুরুত্ব দিতে চায় গুগল। কেবল নতুন একটি লাইব্রেরি অ্যাড করাই নয়, তার চাইতেও বেশি কিছু দিতে চায় গুগল। সি থেকে আজ পর্যন্ত কম্পিউটিং-এর ভুবনটি কিন্তু নানাভাবে পরিবর্তিত হয়েছে। গুগল-এর পক্ষ থেকেও তাই বলা হচ্ছে: ‘বর্তমানে কম্পিউটারের শক্তি প্রচন্ডভাবে বেড়ে গেছে, কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে সফটঅয়্যার ডেভেলপমেন্ট ততটা শক্তি সঞ্চয় করতে পারছে না।’ প্যারালাল প্রসেসিং বা গারবেজ কালেকশন-এর মত কনসেপ্টকে সমর্থন বা ধারণ করতে গেলে প্রোগ্রামিং ভাষাগুলোর নিজেদের পাল্টে ফেলতে হবে অনেকটাই। এ কারণেই গুগল ‘গো’ প্রোগ্রামিং ভাষাকে ডিজাইন করেছে একেবারে শুরু থেকে, দ্রতগতির কম্পাইলেশনের সুবিধাসহ একটি সমসাময়িক, গারবেজ-কালেক্টেড ভাষা হিসেবে।

কোন কোন প্রতিষ্ঠান গো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে?

  1. Google

  2. Uber

  3. Dailymotion

  4. Twitch

  5. Fabric

  6. Sendgrid

  7. Medium

গো কিভাবে শিখব?

প্রথমেই গো ট্যুরের ওয়েবসাইটে গিয়ে ট্যুর শেষ করে ফেলতে হবে। এটি শুরু করার জন্য চমৎকার। তারপরে বই পড়তে চাইলে Go Programming Language বইটি পড়া যেতে পারে। বইটে বেশ ভালো এবং আমার মতে পড়া উচিত। এখন, কেউ যদি অনলাইন কোর্স করতে স্বাচ্ছন্দবোধ করে, তাহলে কোর্সেরাতে গো-এর তিনটি কোর্স আছে, সেগুলো করে ফেলতে হবে। এই কোর্সগুলো আমি করেছি, ভালোই লেগেছে। এরপর Go by Example ওয়েবসাইটে গিয়ে প্রতিটি উদাহরণ পড়ে বুঝতে হবে এবং সঙ্গে সঙ্গে কোড করতে হবে। দেখে কোড করলেও সমস্যা নেই, চর্চাটা তো হবে। এরপর Effective Go পড়তে হবে। এটি পড়ার সময় ঘুম আসে, তাও পড়তে হবে। এটি ঠিকঠাক পড়ার পরে গো-তে কাজ শুরু করে দেওয়া যাবে। কারো কারো মনে হতে পারে, একটা সহজ-সরল প্রোগ্রামিং ভাষা শেখার জন্য এত কষ্ট করব? আসলে একটু কষ্ট করে ভালোভাবে শিখে নিলে কাজের মান অনেক ভালো হবে, আর সেটা খুব গুরুত্বপূর্ণ। তাই ভালোভাবে শেখাই ভালো।

You tube channel

freeCodeCamp.org -- https://www.youtube.com/watch?v=YS4e4q9oBaU&t=1s


Programming Knowledge -- https://www.youtube.com/playlist?list=PLS1QulWo1RIaRoN4vQQCYHWDuubEU8Vij


Traversy Media -- https://www.youtube.com/watch?v=SqrbIlUwR0U&t=1s


sentdex -- https://www.youtube.com/playlist?list=PLQVvvaa0QuDeF3hP0wQoSxpkqgRcgxMqX


CS Geeks -- https://www.youtube.com/playlist?list=PLgPJX9sVy92yu7If3I7GonlWA8YU1BuAk

Tech With Tim -- https://www.youtube.com/watch?v=75lJDVT1h0s&list=PLzMcBGfZo4-mtY_SE3HuzQJzuj4VlUG0q