Command Palette

Search for a command to run...

ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কি?
nahiansylhetv8di
Abdullah Nahian
·4 min read

ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কি?

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সিএমএস (CMS) বা Content Management System হচ্ছে ওয়ার্ডপ্রেস। এর সাহায্যে আপনি খুব সহজে ওয়েবসাইট তৈরি করতে পারেন। এর জন্য প্রচুর ফ্রি ও পেইড থিম পাওয়া যায়

ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কি?
===

আপনি ওয়েব বেসড যাই তৈরি করেন না কেনও, আপনাকে শুরু করতে হবে এইচটিএমএল ও সিএসএস দিয়ে। যেহেতু ওয়ার্ডপ্রেস তৈরি করার জন্য পিএইচপি প্রোগ্রামিং ভাষা ব্যাবহার করা হয়েছে তাই সরাসরি এইচটিএমএল ও সিএসএস আমরা ওয়ার্ডপ্রেস এ লিখতে পারবো না। ধরুন, ইউরোপ বা আমেরিকায় সবাই ইংলিশে কথা বলে। এখন যদি আমরা গিয়ে বাংলা ভাষায় কথা বলি তাহলে কেউ বুঝবে? নিশ্চয়ই না। এই জন্য আমাদের বাংলাকে ইংলিশে রূপান্তর করে ওদের বুঝাতে হবে

সহজ কথায় ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট হচ্ছে এইচটিএমএল সিএসএস দিয়ে তৈরি একটা সাইটকে ওয়ার্ডপ্রেস এর ভাষায় রূপান্তর করা

এত ফ্রি ও পেইড থিম থাকার পরেও থিম ডেভেলপমেন্ট কেনও শিখবো?
===

এই ব্যাপারে আপনার সাথে সম্পূর্ণ একমত। ওয়ার্ডপ্রেস এত জনপ্রিয় হওয়ার পিছনে বড় একটা কারন হচ্ছে এত রেডি থিম থাকায় যে কেউ সহজেই ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন। এতে দ্বিমত নেই। ধরুন, আমরা প্রয়োজনে কাপড় পরতে হয়। এই জন্য প্রচুর শপিং মল বা দোকানে রেডি কাপড় পাওয়া যায়। আমরা সহজেই পছন্দমত আয়েত্তের মধ্যে কাপড় কিনতে পারি। পাশাপাশি খেয়াল করে দেখবেন প্রচুর 'লেডিস ও জেন্টস টেইলারস' আছে যেখানে আপনি কাপড় দিয়ে আপনার পছন্দ মতো কাপড় বানাতে পারেন। তাহলে প্রশ্ন হল এত দোকান থাকার পরও টেইলারস এ কেনও আমরা কাপড় বানাতে চাই? এমন না যে টেইলারস লস দিয়ে ঠিকে আছে! তারাও সমানতালে দোকানের সাথে ঠিকে আছে। ঠিকে থাকার মুল কারন হচ্ছে দোকান বা শপিং মলে আপনি রেডি কাপড় পাবেন। দেখা গেলো আপনার কালার পছন্দ হলে, কাপড় কুয়ালিটি ভালো মনে হল না, আবার কালার ও কুয়ালিটি পছন্দ হলে দেখে গেলো ডিজাইন পছন্দ হচ্ছে না, আবার সব মিলে গেলো দেখা গেলো সাইযে হচ্ছে না, দাম বেশি ইত্যাদি অনেক সমস্যা! এখন আপনি যদি কাপড় কিনে টেইলারস এর কাছে যান তাহলে উনারা আপনার পছন্দের ডিজাইন মতো কাপড় তৈরি করে দিতে পারবেন। এখন যদি নিজেকে দোকান চিন্তা করেন তাহলে আপনি অনেক কাস্টোমার হারাতে পারেন আবার যদি নিজেকে টেইলারস চিন্তা করেন তাহলে কাস্টমার হারানোর কোন সুযোগ নেই! কাস্টমার যেভাবে চাইবে আপনি সেভাবে কাপড় বানিয়ে দিতে পারবেন

ঠিক তেমনি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার সময় দুই ধরনের ক্লায়েন্ট পাবেন একদন হল যাদের তেমন চাহিদা বা ধারনা নেই। একটা ওয়েবসাইট হলেই হল। তাদের জন্য আপনি ফ্রি বা প্রিমিয়াম থিম দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারেন। সমস্যা হল দ্বিতীয় দল নিয়ে। উনাদের চাহিদা থাকবে এই জিনিস লাগবে, ওই জিনিস লাগবে এরকম অনেক কিছু বা উনার পিএসডি বা ফিগ্মা তে ডিজাইন করা সাইটকে ওয়ার্ডপ্রেস এ কনভার্ট করে দিতে হবে? তখন কি করবেন? আপনার যদি থিম ডেভেলপমেন্ট জানা থাকে তাহলে সহজেই আপনি দুই দলের কাজ সহজেই করতে পারবেন। শুধু তাই না, থিম ডেভেলপমেন্ট করে বিভিন্ন মারকেটপ্লেসে বিক্রি করতে পারবেন

থিম ডেভেলপমেন্ট শিখার আগে কি কি জানতে হবে?
===

বেসিক এইচটিএমএল, সিএসএস আর পিএইচপি জানতে হবে। পাশাপাশি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে কয়েকটা থিম কাস্টমাইজেশন করা থাকে তাহলে খুব ভালো হয়

Comments

  • Type and hit enter to post comment
  • For multiline comments, use Shift + Enter
  • You can use markdown syntax for formatting

Cookie Consent

We use cookies to enhance your browsing experience and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.