ব্যবহারবিধি এবং নীতিমালা (Terms and conditions)
টেক ডাইরি একটি অলাভজনক প্রোগ্রামিং ব্লগিং সাইট, আমাদের সাইট ব্যবহার এর জন্য আপনাকে আমাদের শর্তাদি মেনে নিতে হবে।
টেক ডাইরিতে আপনি লিখার আগে আপনাকে মনে রাখতে হবে লিখাটি অবশ্যই আপনার ।
টেক ডাইরি ব্যাবহারের কিছু দিক নির্দেশনা:
লেখার বিষয়বস্তু এবং আপনি যেসব বিষয় নিয়ে লিখতে পারবেন
লেখার বিষয়সমূহ আপনি প্রযুক্তি, প্রোগ্রামিং, ডেভলপমেন্ট এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা প্রযুক্তি কল্পকাহিনি(science fiction) নিয়ে লিখতে পারবেন।
তথ্য সংগ্রহের নিতিমালা
তথ্যের উৎসের ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনির্ভরযোগ্য উৎস থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করার অনুমতি দেয়া হবে না। ব্যবহার করা সব তথ্য বিশ্বাসযোগ্য হতে হবে। যদি- কোনো ওয়েবসাইট থেকে তথ্য নেয়া হয় তাহলে নিবন্ধের শেষে পুরো URL লিখে দিতে হবে (বুকমার্ক ১, ২, ৩... এভাবে) অথবা সুবিধামতো হাইপারলিংক করে দিতে হবে। কোনো বই থেকে তথ্য নেয়া হলে প্রয়োজনীয় জায়গায় বুকমার্ক দিতে হবে। নিবন্ধের শেষে নিচে বর্ণিত বিন্যাসে বইটি উদ্ধৃত করতে হবে–
- বইয়ের নাম:
- লেখক এর নাম:
- পৃষ্ঠা নম্বর:
- সংস্করণ নম্বর:
- প্রকাশক:
- প্রকাশনার তারিখ:
লেখক হতে আমাদের প্রত্যাশা
আমাদের প্রত্যাশা আপনার লিখনটি এমনভাবে সাজাতে হবে যাতে মনে হয় আপনি আপনার সামনে বসে থাকা পাঠকদের বিষয়বস্তু শোনাচ্ছেন এবং লেখক চেষ্টা বিষয় গুলো যথেষ্ট সুন্দর সাবলীল ভাবে ব্যখ্যা করা যায় এবং লেখক সুন্দরভাবে বোঝনোর উদ্যেশ্যে প্রয়োজনীয় ছবি এবং উদাহরণ কোড ব্যবহার করবেন। লিখনটি কমপক্ষে ৭৫০ শব্দের মধ্যে থাকা আদর্শ লিখন। তবে কোনো সর্বনিন্ম শব্দ সীমা নেই।
ছবি সংক্রান্ত নির্দেশনা
ছবিগুলোতে কোনো ধরনের জলছাপ(watermark) থাকা চলবে না। কোনো প্রকারের নগ্ন বা অশ্লীল ছবি(nudes ছবি) বা ভিডিও(video) কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সম্ভব হলে অবশ্যই চিত্রগ্রাহকের নাম ছবির ক্যপশনে উল্লেখ করতে হবে। সম্ভব হলে অবশ্যই যে ওয়েবসাইট থেকে ছবি নেয়া হয়েছে তার নাম ছবির ক্যাপশনে উল্লেখ করার অনুরোধ জানানো হচ্ছে।
ফিচার ইমেজের আকারফিচার ইমেজের প্রস্থ কমপক্ষে ১,২০০X ৬৩০ পিক্সেল হতে হবে। অন্যথায় আর্টিক্যাল যখন ফেসবুকে শেয়ার করবেন সেটি ঠিক মত দেখাবে না।
লিখন শেয়ার ও অন্য কোন মাধ্যমে শেয়ার এর বিধিমালা
লিখক তার লিখা যেকোন মাধ্যমে শেয়ার করার সর্বোচ্চ স্বাধীনতা রয়েছে , এ ক্ষেত্রে টেক ডাইরি কোন হস্তক্ষেপ করবে নাহ!
সাধারন ব্যবহারকারীর বিধিমালা
- আপনি লিখিত আর্টিকেল গুলার যথার্থ মুল্যায়ন করবেন এবং সম্ভব হয়ে যৌক্তিক সমালোচনা করবেন তবে সমালোচনা যাতে একজন জ্ঞানীর মত হয় সেই দিক টা লক্ষ্য রাখবেন!
- আপনি টেকডাইরির আর্টিকেল গুলা সরাসরি সাইট থেকে শেয়ার করতে পারবেন । লেখকের অনুমতি ছাড়া আপনি এগুলো কখনো কপি করতে পারবেন নাহ আর এমন যদি কেউ করে তাহলে সরাসরি তার টেক ডাইরির মেম্বারশিপ বাতিল করা হবে!
- আপনি যদি বিশ্বাস করেন যে কোনও ব্যবহারকারী আপনার লিখিত ডায়েরি অনুমতি ছাড়া ব্যবহার করেছে, তাদের পরিচয় ভুলভাবে উপস্থাপন করেছে, দয়া করে graphland.dev@gmail.com ইমেল করুন অথবা ফেসবুক পেজ এ সরাসরি আমাদের জানান ।
- আপনি যদি টেক ডাইরিতে কোন বাগ অথবা ব্যবহার করার সময় কোন সমস্যা অথবা আপনার কোন ধরনের অভিযোগ কিংবা কোন উপদেশ দিতে প্রয়োজন হয় আমদের মেইল করুন অথবা সরাসরি ফেসবুক পেইজ এ জানিয়ে দিন !