Command Palette

Search for a command to run...

kingrayhan
King Rayhan
·2 min read

ফেসবুক রুম | ফেসবুক এর তৈরি নতুন মিটিং এপ্লিকেশন

ফেসবুক রুম নামে নতুন একটি টুলস প্রবর্তন করেছে। এটি মূলত ভিডিও কলিং টুলস। তবে হোয়াটসপ, ইমো, ম্যাসেঞ্জারে ভিডিও কলিং সুবিধা থাকতে ফেসবুক কেন রুম টুলসের প্রবর্তন করল?

এমন প্রশ্ন সবারই আসবে কিন্তু ফেসবুক রুমে এমন কিছু নতুনত্ব আছে যা অন্য টুলস কিংবা এ্যাপগুলোতে নাই যেমন-

১) এতে আপনি পছন্দের লোকদের এড করতে পারবেন।

২) একসাথে ৫০ জনকে আপনি ভিডিও কল দিতে পারবেন।

৩) শুধূ যে ফেসবুক থাকলেই তারা এ কলে যুক্ত হতে পারবে না নয় বরং যাদের ফেসবুক নাই তাদের আপনাকে দেওয়া লিংকটা যাকে আপনি সংযুক্ত করতে চাচ্ছেন তাকে পাঠালে তার ফেসবুক না থাকলেও লিংকে ক্লিক করলে তিনিও আপনার ভিডিও কলে যুক্ত হতে পারবেন।

৪) আপনি ইচ্ছে করলে রুমের সকল সদস্যদের ভিডিও কল দিতে পারবেন আবার রুমের সদস্যদের মধ্যে কেবল কয়েকজনকে কল দিতে পারবেন।

৫) আপনি চাইলে কাউকে রুম থেকে বের করে দিতে পারবেন আবার কারো কল লক করে রাখতে পারবেন।

৬) জুম এ্যাপসে যেখানে সময় নির্দিষ্ট করে দিয়েছিল সেখানে রুম টুলস আনলিমিটেড ভিডিও কলিংয়ে কথা বলার সুবিধা দেবে।

মুলকথা হলো - জুম এ্যাপস নিয়ে যেখানে নিরাপত্তার কথা উঠছিলে সেখানে ফেসবুকের রুম একেবারে নিরাপদ। এটি সংগঠন, গ্রুপ চ্যাট, ক্লাস নেওয়া, কনফারেন্স প্রভৃতিতে বেশ ভালো সুবিধা দেবে।

এপ্রিল মাসে মার্ক জাকারবার্গ রুম টুলসটি পরীক্ষামুলকভাবে চালু করছিল, যা কেবল কিছু মানুষকে এর প্রবেশ কিংবা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল তবে এটি সফল হওয়ায় সারা বিশ্বের ফেসবুক গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

Comments

  • Type and hit enter to post comment
  • For multiline comments, use Shift + Enter
  • You can use markdown syntax for formatting

Cookie Consent

We use cookies to enhance your browsing experience and analyze our traffic. By clicking "Accept", you consent to our use of cookies.