আমরা অনেকেই হয়তো Json Placeholder এর সাথে পরিচিত, যা একটি ডামি রেস্ট API endpoint প্রোভাইডার। ফ্রন্টএন্ড এ আমাদের প্রায় এ এরকম fake/dummy রেস্ট API এন্ডপয়েন্ড এর প্রয়োজন পরে। JSON Placeholder এই ক্ষেত্রে আমাদের খুব ভালো একটা সার্ভিস দিচ্ছে।
বর্তমান সময়ে Graphql এপিয়াই এর জয়জয়কার চলছে। এই সময় আমি json placeholder এর মত গ্রাফকিউএল এর জন্যেও এরকম একটি সার্ভিস অনেকদিন যাবৎ খুঁজছিলাম। কিন্তু কোথাও পাচ্ছিলাম না। রিয়েক্ট বা অন্যান্য ফ্রন্টএন্ড এপ্লিকেশন এ গ্রাফকিউএল কীভাবে কাজ করে সেটি পরীক্ষা করে দেখার জন্যে এই রকম একটি ডামি এপিয়াই সার্ভিস এর অভাব আমি ভীষণভাবে অনুভব করছিলাম।
অবশেষে কোথাও কিছু না পেয়ে এবং বিরক্ত হয়ে মনস্থির করি নিজেই এরকম একটি সার্ভিস বানানোর। ব্যাস বানিয়ে ফেললাম Graphql Placeholder
চলুন দেখে নিই আপনি এখানে কী কী মিউটেশন এবং কুয়েরি পেতে যাচ্ছেন।