SEO যার পূর্ন রুপ হলো Search Engine Optimization । আমরা সবাই কম বেশি সার্চ ইঞ্জিন ব্যবহার করে থাকি যেমন Google, Yahoo, Bing ইত্যাদি ।আর এই সার্চ ইঞ্জিনের জন্যে কোন kyeword কে অপ্টিমাইজ করে টপ পজিশনে নিয়ে আসার প্রক্রিয়াই হল SEO ।
নিচের ছবিতে যেমন গুগলের সার্চবারে techdiary লিখে সার্চ করা হয়েছে । এখানে Tech Diary এই query টি মুলত একট Keyword । আর এই কিওয়ার্ড এ Tech Diary গুলগের ১ নাম্বার পজিশনে আছে ।
gogole.com search
অর্থাৎ আমরা সার্চ ইঞ্জিনে যেসকল query ( Keyword ) সার্চ করছি তার জন্যে সার্চ ইঞ্জিন আমাদেরকে অনেকগুল সার্চ রেজাল্ট দেখাচ্ছে আর এই সার্চ রেজাল্টকে টপ পজিশনে নিয়ে আসার প্রক্রিয়াই মূলত SEO ।
আমার সবাই যারা সার্চ ইঞ্জিন ব্যবহার করি তাদের অধিকাংশই সার্চ ইঞ্জিনের টপ রেজাল্টগুলতে ক্লিক করি । পরিসংখানে দেখা গেছে সার্চ ইঞ্জিন ব্যবহারকারির ৭১% গুগুলের ১ নাম্বার সার্চ রেজাল্টে ক্লিক । সুতরাং আমরা যদি আমাদের ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর নিয়ে আসতে চাই তাহলে SEO করে বিভিন্ন Keyword Rnak করাতে হবে । SEO কারার জন্যে ৩ টি পদ্ধতি প্রচলিত রয়েছে:
- White Hat seo
- Gray Hat SEO
- Black Hat SEO
আর যেকোন ওয়েবসাইট এর SEO করার পদ্ধতিকে মূলত ২ ভাগে ভাগ করা হয়।
- On Page SEO
- Off page SEO