যেকোন প্রজেক্ট শুরু করার সময় একদম সাদামাটাই থাকে । প্রজেক্ট গ্রো করার সাথে সাথে চলে আসে অনেক ধরনের complexity। ধরুন আপনার কোন একটা ইকমার্স এপ্লিকেশন শুরুতে একদম ছোট ছিল। প্রতিদিন ১০/১৫ টা অর্ডার আসতো আর সর্বোচ্চ দুই-আড়াই হাজার ভিজিটর হত। আপনার সিঙ্গেল মনলিথ এপ্লিকেশন এই ট্রাফিক এবং লোড খুব সহজেই ছোট একটা সার্ভার দিয়ে ম্যানেজ করা যেত।
যখন মাইক্রোসার্ভিস আসে
এখন ধরুন সেই ই-কমার্সে প্রতিদিন ৫ হাজার অর্ডার আসছে, হাজার হাজার ইউজার লগিন করছে, আর আলাদা আলাদা ফিচার যেমন পেমেন্ট, প্রোডাক্ট, রিভিউ, ইউজার-অ্যাক্টিভিটি—সবই আলাদা টিম মেইনটেইন করছে। আপনি বাধ্য হচ্ছেন মোনোলিথ থেকে বের হয়ে মাইক্রোসার্ভিস আর্কিটেকচারে যেতে।
এবার প্রশ্ন আসে—এই মাইক্রোসার্ভিস গুলোর সাথে ক্লায়েন্ট কিভাবে কমিউনিকেট করবে? সব সার্ভিস কি আলাদা আলাদা এক্সপোজ করবেন? অথেন্টিকেশন, রেট লিমিট, ক্যাশিং, মনিটরিং—সব কি প্রত্যেকটায় আলাদাভাবে বসাবেন? যেমনঃ
- authentication-api.example.com
- invoice-api.example.com
- product-recommendation-api.example.com
- ইত্যাদি
এইসব প্রশ্নেরই একটা সহজ উত্তর হতে পারে—API Gateway।
API Gateway কী?
API Gateway হচ্ছে একটি সেন্ট্রাল পয়েন্ট, যেটা ক্লায়েন্ট থেকে আসা সব রিকোয়েস্ট রিসিভ করে এবং প্রয়োজন অনুযায়ী ভেতরের সার্ভিসগুলোতে ফরোয়ার্ড করে দেয়। এটি একধরনের রিভার্স প্রক্সি, কিন্তু শুধুমাত্র HTTP API এর জন্য ডিজাইনকৃত।
আপনি ভাবতেই পারেন—এটা তো একটা এক্সট্রা লেয়ার! দরকারটা কী?
চলুন দেখি ঠিক কোথায় কোথায় এটি আমাদের কাজ সহজ করে দেয়।
API Gateway কেন প্রয়োজন?
- আপনি কি চান ক্লায়েন্ট প্রতিটি সার্ভিসের আলাদা URL জানুক?
- প্রত্যেক সার্ভিসে আলাদা অথেন্টিকেশন ইমপ্লিমেন্ট করবেন?
- প্রতিটি সার্ভিসে রেট লিমিট, মনিটরিং আলাদাভাবে বসাবেন?
এই প্রশ্নগুলোর উত্তরে যদি আপনার মাথা গরম হয়ে থাকে—তাহলে API Gateway এর দরকার আছে।
API Gateway কী করে?
১. Request Routing
ক্লায়েন্টের রিকোয়েস্ট রিসিভ করে সেটি সঠিক মাইক্রোসার্ভিসে পাঠায়।
২. Authentication & Authorization
ইউজার বা সার্ভিসের টোকেন ভেরিফাই করে।
৩. Rate Limiting & Caching
প্রচুর রিকোয়েস্ট আসলে সিস্টেম ডাউন না হয়ে থাকে।
৪. Logging & Monitoring
সব API রিকোয়েস্ট ট্র্যাক করা যায় সহজেই।
৫. Response Aggregation
একাধিক সার্ভিসের রেসপন্স একত্র করে ক্লায়েন্টকে দেয়।
নিচের ডায়াগ্রামটি খেয়াল করুন
এপিয়াই গেটওয়ের কাজ হচ্ছে অনেক গুলা সার্ভিস কে এক যায়গায় আনা।
কখন ব্যবহার করবেন?
- যখন আপনার সার্ভিস সংখ্যা বাড়ছে
- ক্লায়েন্ট যেন একটি মাত্র API এর সাথে কাজ করে এমনটা চান
- সিকিউরিটি, লগিং, অথেন্টিকেশন সব কিছুই একটা জায়গা থেকে ম্যানেজ করতে চান
- আপনার আর্কিটেকচারে consistency রাখতে চান
জনপ্রিয় API Gateway সল্যুশন
- Amazon API Gateway – AWS environment এ seamless integration
- Kong – ওপেন সোর্স, প্লাগিন সাপোর্টসহ highly configurable
- NGINX – হাই পারফরম্যান্স রিভার্স প্রক্সি হিসেবেও ব্যবহৃত হয়
- Apigee – Google-এর managed API Gateway সল্যুশন
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন
- GraphQL, gRPC এর মত প্রোটোকলের জন্য কি API Gateway ব্যবহার করা যায়?
- একাধিক ভার্সনের API কিভাবে গেটওয়ের মাধ্যমে ম্যানেজ করবেন?
- আপনার সার্ভিস কি Edge Network থেকে গেটওয়ে পরিচালনা করা উচিত?
এই প্রশ্নগুলোর উত্তর নির্ভর করে আপনার প্রজেক্টের পরিপ্রেক্ষিতে।
উপসংহার
একটি API Gateway মানে হচ্ছে—আপনার সিস্টেমের সকল দরজাগুলো এক দরজায় নিয়ে আসা, সেখান থেকে কাস্টম কন্ট্রোল দিয়ে রিকোয়েস্ট ম্যানেজ করা। এটি শুধু আপনার সার্ভিসগুলোকে প্রোটেক্ট করে না, বরং developer experience এবং future scalability-ও নিশ্চিত করে।
আপনার সিস্টেম কি ধীরে ধীরে বড় হচ্ছে? ক্লায়েন্ট গুলো কি বিভ্রান্ত?
তাহলে এখনই সময়, একটি API Gateway নেয়ার কথা ভাবার।