আমার প্রোফাইলে স্বাগতম 👋🏽
আমি আহাদ চৌধুরী — স্থায়ী নিবাস ঢাকা, বাঙলাদেশ। বর্তমানে সিডনি, অস্ট্রেলিয়ায় ম্যাকুয়েরি ইউনিভার্সিটিতে ডেটা সায়েন্সে মাস্টার্স করছি। পাশাপাশি অ্যাপোলো ইন্টারন্যাশনালে সফটওয়্যার ইঞ্জিনিয়ার (পার্ট টাইম) হিসেবে কর্মরত আছি।
এর আগে ঢাকায় ডাইনামিক সলিউশন ইনোভেটর্সে জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলাম। সেখানে ওপেনসিআরভিএস প্রোজেক্ট এবং অলওয়েল-এর সফটওয়্যারের ওপর কাজ করেছি। ব্যাচেলর করেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে, ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে।
🧠 কী কী পারি
আমি মূলত ডটনেট, নোডজেএস, ও পাইথন নিয়ে কাজ করি। এসব দিয়ে ওয়েব (ফুল স্ট্যাক) অ্যাপ, ডেস্কটপ অ্যাপ, ও মেশিন লার্নিং ভিত্তিক সলিউশন ডেভেলপ করতে পারি। এছাড়া ডকার, সিআই/সিডি, বিভিন্ন পিএএএস (যেমন হিরোকু, নেটলিফাই, অ্যাজুর) ও আইএএএস (যেমন লিনোড) নিয়ে কাজ করার অভিজ্ঞতা হয়েছে।
⚡ এখন কী কী করছি
- 🖥 ব্যক্তিগত প্রোজেক্ট: কোন স্কুল
- 📖 বই পড়া: Clean Code: A Handbook of Agile Software Craftsmanship by Robert C. Martin এবং The Rules of Thinking: A personal code to think yourself smarter, wiser and happier by Richard Templar
- 💭 শিখতে চেষ্টা করছি: Kubernetes এবং nginx
😁 কিছু চমকপ্রদ তথ্য
আমি কিছু র্যান্ডম জিনিসপত্র মুখস্থ করে রেখেছি!
- পাই (π) এর মান ৬০ দশমিক স্থান পর্যন্ত
- পর্যায় সারণির সবগুলো মৌলের অবস্থান ও পারমাণবিক সংখ্যা
- বাঙলাদেশের ৬৪ জেলার নাম
পাইয়ের মান মুখস্থ করেছি গণিতকে ভালোবাসি বলে। আর নিচের দুটো মুখস্থ করেছিলাম স্কুলের পরীক্ষার জন্য। কেন যেন এখনও ওসব মনে আছে 🤷🏽♂️
📫 যোগাযোগ
যেকোন প্রয়োজনে ইমেইল করুন techdiary@maacpiash.com ঠিকানায়।