গিটহাব এর নতুন সংযোজন - প্রোফাইল রিডমি
মাইক্রোসফট গিটহাব কে কিনে নেয়ার পর থেকে একের পর এক ফিচার আসছে গিটহাব এ। যেমন: ক্লাসরুম, লাইভ কোডিং ...। সাম্প্রতিক সময়ে গিটহাব এ খুবই চমৎকার আরোও একটি সুবিদা সংযুক্ত হয়েছে তা হচ্ছে Github Profile Readme.
নিচে কিছু চমৎকার প্রোফাইল রিডমির উদাহরণ দেয়া হল।
ছবির উপর ক্লিক করে বড় করে দেখতে পারবেন।
আমাদের গিটহাব প্রোফাইলটা আমাদের একটা সম্পদ। এই প্রোফাইলটি আমাদের কে represent করে। আমাদের প্রোফাইল দেখলে যে কেউ একটি ধারনা করতে পারবে যে, আমরা কী নিয়ে কাজ করি, কোন কোন বিষয়ে আমাদের আগ্রহ ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমাদের প্রোফাইলটি এমনভাবে সাজানো উচিৎ যাতে করে কেবলমাত্র এই প্রোফাইলটি দেখে যে কেউ ধারনা করতে পারে আমাদের সম্পর্কে।
এতদিন পর্যন্ত আমরা আমাদের প্রোফাইল হোম পেইজ এ সর্বোচ্চ ৬ টি রিপোজিটরি পিন করে রাখতে পারতাম এবং প্রোফাইল বায়তে অল্প একটু বিবরন লিখতে পারতাম। এখন আমরা প্রোফাইল রিডমির মাধ্যমে আমরা আমাদের প্রোফাইল এ আমাদের সম্পর্কে আরও অনেক কিছু লিখতে পারি আমাদের সম্পর্কে।
আপনি যদি আপনার গুরুত্বপুর্ন প্রোজেক্ট, ওয়েবসাইট, সমস্ত সামাজিক মিডিয়া লিঙ্ক এবং আরও অনেক লিঙ্ক তালিকাবদ্ধ করতে চান তবে এই README আপডেটটি আপনার জন্য।
চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই কীভাবে আমরা প্রোফাইল README সংযুক্ত করতে পারি।
প্রথম ধাপ
প্রথমেই আমাদের যা করতে হবে তা হচ্ছে আমাদের গিটহাব প্রোফাইল এ যে username আছে ঠিক একই নাম এ একটি রিপোজিটরি খুলতে হবে। আপনি চাইলে ✅ Initialize this repository with a README এই চেকবক্স টি চেক করে দিতে পারেন যাতে করে আপনার জন্যে আগে থেকেই একটি README.md ফাইল তৈরি হয়ে যায়।
২য় ধাপ
এবার আমরা README.md ফাইল ইডিট করে আমাদের প্রোফাইল এ আমাদের সম্পর্কে আমাদের সম্পর্কে বিস্তারিত লিখব। Github নিজে থেকেই আমাদের কে একটি Boilarplate জেনারেট করে দিবে, যা দেখতে অনেকটা এরকম।
আপনি এখন মার্কডাউনের মাধ্যমে এখানে যা খুশি লিখতে পারেন যা আপনার প্রোফাইল এ দেখাবে।